‘অযৌক্তিক ভ্যাট’ প্রত্যাহার চেয়ে যশোরে সংবাদ সম্মেলন
১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪১
যশোর: অযৌক্তিকভাবে শত পন্যের ওপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর চেম্বার অব কমার্স। তারা আইএমএফের প্রেসক্রিপশন না মেনে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের দাবি করেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন পণ্যের কর বাড়ায় বাজারের যে নেতিবাচক প্রভাব পড়বে তার ব্যাখ্যা দেন।
সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে প্রায় একশ পণ্য ও সেবার ওপর মূলা সংযোজন কর (ভ্যাট), সম্পূরক ও আবগারি শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা ইতিমধ্যে কার্যকর করেছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকায় স্বাভাবিকভাবেই মানুষের ব্যয় বাড়বে। সেই সঙ্গে কেনাবেচায় প্রভাব পড়বে। যে কারণে ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবেন। আইএমএফের প্রেসক্রিপশনে এমন কাজ করলে জন আকাঙ্ক্ষা বিরোধী হবে। এজন্য ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু সৈয়দ শাহজাহান আলী খোকন, সাজ্জাদুর রহমান সুজা, আব্দুল হামিদ চাকলাদার ঈদুলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর