Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় সাবেক এমপি হেনরী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৬:২২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৪

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। এর পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আসিফ আল মাহমুদ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ ও শাহ আলম সেখ বাদী হয়ে এই মামলা দুটি করেন।

এর আগে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। পরে গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরীর ৫০ বিঘা জমি ও তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন। সেইসঙ্গে তার ১৯টি ব্যাংক হিসাব ও তার চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে হেনরীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে তিনটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। তিনি ওইসব মামলায়ও গ্রেফতার আছেন।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার জান্নাত আরা হেনরী টপ নিউজ দুদক মামলা

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর