Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৫:১৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:১৮

গ্রেফতার চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে ঢাকার কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে।

মো. ইলিয়াছ (৫০) চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

নগরীর হালিশহর থানার সাবেক অফিসার ইনিচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সারাবাংলাকে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া একই অভিযোগে গত বছরের আগস্টে কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও ইলিয়াছ আসামি হিসেবে আছেন বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম চসিক সাবেক কাউন্সিলর গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর