ব্রামা’য় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৫
ঢাকা: বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনে (ব্রামা) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমানকে প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনটির সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাসহ ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) ব্রামার অফিসে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সম্প্রতি সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি-পরিচালকসহ ৬ জন পদত্যাগ করেছেন। ব্রামার ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি পদত্যাগ করেছেন বিধায় এই পর্ষদকে নোটিশ দেওয়ার সুযোগ নেই, আবার কোন পরিচালনা পর্ষদও বর্তমানে নেই।
চিঠিতে আরও বলা হয়েছে, ব্রামার সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমানকে প্রশাসক নিয়োগ করা হলো। সংগঠনটির সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাসহ তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
উল্লেখ্য প্রভাব বিস্তার করে নির্বাচনকে প্রভাবিত করা, ট্রেড বহির্ভূত ব্যক্তিদের সদস্য পদ দেওয়া, প্রকৃত ব্যবসায়ীদের সংগঠনের কার্যক্রমে অংশ নিতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ব্রামার ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে গত অক্টোবরে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সভাপতি পদ থেকে পদত্যাগ করেন আসাদুজ্জামান।
সারাবাংলা/জিএস/আরএস
প্রশাসক নিয়োগ বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনে (ব্রামা)