ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘কমপ্লিট শাটডাউনে’ জবি শিক্ষার্থীরা
১৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা। রোববার (১২ জানুয়ারি) থেকে গণ-অনশনে বসেন তারা।
সোমবার (১৩ জানুয়ারি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘কম্পিলিট শাটডাউন’ ঘোষণা করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু কোনো ক্লাস পরীক্ষায় বসেননি তারা। প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইইআর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় সংস্কারের কাজ চলছে। যখন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা আমাদের অনশন চালিয়ে যাব। আমাদের এখন পর্যন্ত কোনো উপর মহল থেকে যোগাযোগ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না আসছে আমরা অনশন চালিয়ে যাব।
আরও পড়ুন- ৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন
উল্লেখ্য, অনশন অবস্থায় ১৪ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে ১০ জনের অবস্থার অবনতি দেখে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ নামের আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
সারাবাংলা/ইআ
ক্লাস-পরীক্ষা বর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জবি শিক্ষার্থী