Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

ফাইনালে হেরে হতাশ আনচেলত্তি

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিলেন তারা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের ক্লাসিকোতে আরও বড় লজ্জা পেল রিয়াল মাদ্রিদ। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল ব্যবধানে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি কার্লো আনচেলত্তির। ফাইনালের পর আনচেলত্তি বলছেন, এই ম্যাচে একেবারেই ভালো ফুটবল খেলেনি তার দল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে জেদ্দার ফাইনালে বার্সার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ৫ মিনিটের মাথায় এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু এরপর প্রথমার্ধেই ৪ গোল হজম করে মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দুই দলই করেছে একটি করে গোল। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে বার্সা।

বিজ্ঞাপন

টানা দুই ক্লাসিকোতে হেরে রীতিমত বিধ্বস্ত ছিল পুরো রিয়াল দল। শিরোপা হাতছাড়া হওয়ার পর আনচেলত্তি বলছেন, ট্রফি জেতার মতো খেলার ধারেকাছেও ছিল না তার দল, ‘আমরা একেবারেই ভালো ডিফেন্ডিং করিনি, এটাই বাস্তব। আমরা হাই প্রেস করে গোলের জন্য খেলেছি, কিন্তু রক্ষণভাগটা অরক্ষিত রয়ে গেছে। বার্সা অনেক সহজেই গোল করেছে। আমরা একদমই কঠোর পরিশ্রম করিনি, ব্যক্তিগত ও দলীয় দুইভাবেই। আমি খুবই হতাশ। কিন্তু এটাই ফুটবল, এসব মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।’

দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছিলেন বার্সা কিপার সেজনি। এতে ১০ জনের দলে পরিণত হয়েছিল বার্সা। আনচেলত্তি স্বীকার করলেন, সেজনির লাল কার্ড দেখার পর ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি, ‘এমবাপে ছাড়া দলের আর কেউই ভালো খেলেনি। সেজনির লাল কার্ডের পর আমরা বাড়তি একজন ফুটবলার মাঠে থাকার সুবিধা পেয়েছিলাম। তখন ভেবেছিলাম আমরা হয়তো ম্যাচে ফিরতে পারব। তবে সেটা আর হয়নি। সবকিছু মিলিয়েই আমরা বাজে খেলেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর