২০২৪-এ চীনের রফতানি রেকর্ড ছুঁয়েছে
১৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৯
চীনের রফতানি ২০২৪ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির রেকর্ড মাত্রা। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত শুল্ক নীতির কারণে প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) প্রকাশিত কাস্টমসের তথ্য অনুযায়ী, চীনের রফতানি গত বছরের তুলনায় ১০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতিবিদদের দেয়া পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে, আমদানি হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও তা ১ শতাংশ বেড়েছে।
চীন শুক্রবার (১৭ জানুয়ারি) চতুর্থ প্রান্তিক এবং ২০২৪ সালের পুরো বছরের জিডিপি তথ্য প্রকাশ করবে। গত মাসে বিশ্বব্যাংক ২০২৪ সালের চীনের প্রবৃদ্ধি পূর্বাভাস ৪.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৯ শতাংশ করেছে।
অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে তুলবে এবং চীনা রপ্তানিকারকদের মুনাফায় প্রভাব ফেলবে।
সুইস ব্যাংক ইউবিএসের বিশ্লেষকদের মতে, চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করা হলে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি পরবর্তী ১২ মাসে ২.৫ শতাংশ কমে যেতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের চীনা অর্থনীতিবিদ জিচুন হুয়াং বলেছেন, ‘উচ্চ শুল্ক এড়াতে প্রতিষ্ঠানগুলো রফতানি বাড়াচ্ছে, যা সাময়িকভাবে রফতানি শক্তিশালী রাখবে’।
কোভিড-১৯ মহামারির পর চীনের অর্থনীতিকে চাঙা করতে বেইজিং সাম্প্রতিক মাসগুলোতে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মুদ্রানীতির সুদের হার কমানো এবং সম্পত্তি ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল করা। তবে ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন নিয়ে উদ্বেগ রয়েছে।
সারাবাংলা/এনজে