Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনশন

জবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ০৬:১০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১২:১১

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মাটিতে চাদর বিছিয়ে অনশনে বসেন তারা।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে গণ-অনশনে বসেছেন জবির শিক্ষার্থী।

রোববার (১২ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মাটিতে চাদর বিছিয়ে অনশনে বসেন তারা।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মো. রাশিদুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সোহান প্রামাণিক, ব্যবস্থাপনা বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস শেখ, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল, সমাজকর্ম বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের ইসলাম রিয়ন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আবু মুসা, ফিন্যান্স বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসেন এবং আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিউল ইসলামসহ আরও অনেকে।

অনশনে বসা ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘প্রশাসনকে অনেক সময় দিয়েছি, আর নয়। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের আগ পর্যন্ত আমাদের অনশন চলবে।’

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। কিন্তু বারবার আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রহসন করে আসছে প্রশাসন। এর জন্যই আমরা সর্বশেষ পদক্ষেপ হিসেবে আজ থেকে অনশনে বসেছি। আমরা যে কোনো মূল্যেই হোক আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি পূরণ করেই উঠব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল বলেন, ‘আমরা যে তিন দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছি, তা আদায়ের লক্ষ্যে জবিয়ানরা জবির ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনও করেছে। জবি প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে আল্টিমেটাম দিয়ে রাখলেও প্রশাসন দৃশ্যমান কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের প্রশাসন আমাদেরই আস্থা হারিয়েছে। প্রশাসনের সঙ্গে আর লিয়াজোঁ নয়। আন্দোলন সংগ্রাম করেই আমাদের অধিকার আদায় করে নিব।’

অনশনে বসা শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।

সারাবাংলা/ইআ

অনশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর