কামিন্স-হ্যাজলউডকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে অস্ট্রেলিয়া
১৩ জানুয়ারি ২০২৫ ০৮:৫৪
ইনজুরির কারণে তাদের দুজনেরই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত অবশ্য প্যাট কামিন্স ও জস হ্যাজলউডকে নিয়েই আসন্ন এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে অজিরা।
ভারতের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত কামিন্স, শোনা যাচ্ছিল এমনটাই। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছিলেন, গোড়ালির স্ক্যানের পরেই নিশ্চিত হওয়া যাবে কামিন্সকে তারা পাচ্ছেন কিনা। ভারতের বিপক্ষে সিরিজের মাঝপথে ইনজুরিতে পড়া হ্যাজলউডকেও নিয়েও ছিল শঙ্কা।
শেষ পর্যন্ত দুই পেসারই জায়গা করে নিয়েছেন অজিদের স্কোয়াডে। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন ওয়ানডে বিশ্বকাপ জেতানো কামিন্সই। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নিয়মিত মুখদের সবাই। নতুন মুখ হিসেবে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন নাথান এলিস ও অ্যারন হার্ডি।
১৩ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে একটি ওয়ানডে খেলে পাকিস্তানে যাবে অজিরা। ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অজিদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবেন তারা।
অস্ট্রেলিয়া স্কোয়াড– প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মারনাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা।
সারাবাংলা/এফএম