Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

সাড়ে ৪শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫শ মিটার অবৈধ গ্যাস পাইপ অপসারণ। ছবি: সারাবাংলা।

ঢাকা: গাজীপুরের কাশিমপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদে ৪৫০ আবাসিকে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৫শ মিটার অবৈধ গ্যাস পাইপ অপসারণ করা হয়।

রোববার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব লাইন বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বিদ্যুৎ জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকার গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ, ৪৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে প্রতিটি বাসাবাড়ি তালাবদ্ধ থাকায় অভিযুক্ত কাউকে তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড দেওয়া যায়নি।

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর পিএসআইজি বিতরণ লাইন হতে নিম্নমানের পাইপের মাধ্যমে অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এসআর

অবৈধ গ্যাস সংযোগ কাশিমপুর গাজীপুর তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর