Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২১:০৫

কলেজছাত্র মাহবুব আলমের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনের সময় ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া শেরপুর সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১২ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. খন্দকার মাহবুব আলম।

বিজ্ঞাপন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন ডা. রফিকুল ইসলাম। এ সময় ৪ আগস্ট গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের নিহতের ঘটনার বর্ননা করতে গিয়ে মাহবুব আলমের মা মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

মাহবুব আলম শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ার মোহাম্মদ মিরাজ আলীর পুত্র। মরহুম মাহবুব আলম শেরপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিল। ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৪ আগস্ট ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

তারেক রহমান নিহত মাহবুব আলমের পরিবার

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর