Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
মুজিবকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৭

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলবে আফগানরা

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে আফগানিস্তান। পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ দিনে এসে স্কোয়াড ঘোষণা করল আফগানরা। হাশমতউল্লাহ শহিদিকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি স্পিনার মুজিবুর রহমানের।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সেরা আটে থাকার সুবাদে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে আফগানরা। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগান বোর্ড। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে হাশমতউল্লাহ শহিদিকে। ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরান। তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে রহমানুল্লাহ গুরবাজকে। ব্যাটিংয়ে আরও থাকছেন রহমত শাহ ও শহিদি।

বিজ্ঞাপন

বোলিংয়ে আফগানদের মূল অস্ত্র রশিদ খানের সাথে থাকছেন ফজল ফারুকি, নুর মোহাম্মদ, মোহাম্মদ নবী ও ঘানজাফর। এবারের স্কোয়াডে নেই মুজিব। এই স্পিনারের না থাকা নিয়ে আফগান বোর্ডের প্রধান নির্বাচক আহমদ সুলিমান খিল বলছেন, ডাক্তারের পরামর্শেই তাকে স্কোয়াডে বাইরে রাখা হয়েছে, ‘মুজিবকে স্কোয়াডে রাখা হয়নি কারণ ডাক্তার তাকে কিছুদিনের জন্য শুধুই টি-২০তে মনোযোগ দিতে বলেছে। এজন্য ওয়ানডেতে ফিরতে তার কিছুটা সময় লাগবে। এই কারণেই সে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিল না।’

২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ ফেব্রুয়ারি আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আফগানিস্তান স্কোয়াড- হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ  গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম আলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরযাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম ঘানজাফর, নুর আহমেদ, ফজল ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর