ডিএসইএক্স সূচকে যুক্ত হলো ৮৭ তালিকাভুক্ত কোম্পানি
১২ জানুয়ারি ২০২৫ ২০:০৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২২:৪৯
ঢাকা : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স- এ যুক্ত হয়েছে ১৩ ব্যাংকসহ ৮৭টি কোম্পানি। অন্যদিকে সূচকের তালিকা থেকে বাদ পড়েছে ১৪টি কোম্পানি। নতুন কোম্পনিগুলো যোগ হওয়ার ফলে এই সূচকের অধীন কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬টিতে।
সূচক নির্ধারণের পদ্ধতি অনুসারে, ডিএসইর সূচক কমিটি, ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্সের (ডিএসইএক্স) বার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন করেছে, যা আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।এদিকে ডিএসই তাঁদের ব্লু চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ তালিকা থেকে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ৯টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে।
এর আগে ডিএসই’র শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের জানুয়ারিতে ১৫ ব্যাংকসহ ৬৮টি কোম্পানিকে ডিএসইএক্স সার্বিক সূচক থেকে বাদ দেওয়া হয়েছিল। সেবার পুনর্বিন্যাসের পর ডিএসইএক্স এর আওতাভুক্ত প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২৫০টিতে।
ডিএস-৩০ থেকে ৯ কোম্পানিকে বাদ : সর্বশেষ অর্ধবার্ষিক পুনর্বিন্যাসের সময় ৯টি কোম্পানিকে ডিএস৩০ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরও ৯টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে— হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সী পার্ল, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো ও ইসলামী ব্যাংক।
নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, কোহিনূর কেমিক্যালস কোম্পানি, খান ব্রাদার্স পিপি উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, আইডিএলসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস।
সারাবাংলা/জিএস/আরএস