Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নতুন করে ভ্যাট আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৯:০১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৮

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত। এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান।

বিবৃতিতে কাদের বলেন, ‘দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। ভালো নেই দেশের ব্যবসায়ীরাও। এদিকে, মূল্যস্ফীতি বেশি, ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘সরকার ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে।’ বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

জাতীয় পার্টি (জাপা) জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর