Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চমক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৮:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৯

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলক্ষেত থানার সাবেক উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শিহাবুর রহমান চমকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

এ দিন তাকে আদালতে হাজির করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে খিলক্ষেত থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে খিলক্ষেত বোটঘাট এলাকা থেকে শিহাবুর রহমান চমককে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২৪ অক্টোবর খিলক্ষেত নামপাড়া বোটঘাটে দর্জিবাড়ি রাস্তার ওপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় সদস্য ও সমর্থনকারীরা এক সভার আয়োজন করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন ২৫ অক্টোবর খিলক্ষেত থানা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় ২৪ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসআর

চমক রিমান্ডে ছাত্রলীগ নেতা চমক নিষিদ্ধ ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর