Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৭:৫০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৯

মরদেহ। প্রতীকী ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁওয় গ্রামের বোরো জমি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত মনির হোসেন উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি মনির হোসেনকে ঘর থেকে ডেকে নেয়। রাতে মনির বাড়ি না ফেরায় সকালে খোজাঁখুজির এক পর্যায়ে জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, না-কান কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসআর

নাক-কান কাটা মরদেহ যুবকের মরদেহ উদ্ধার শান্তিগঞ্জ সুনামগঞ্জ স্ত্রী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর