সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
১২ জানুয়ারি ২০২৫ ১৭:১২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৪০
ঢাকা: সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের দফতরে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় দূতকে পররাষ্ট্রসচিবের দফতরে ডেকে আনা হয়। আধা ঘণ্টার বেশি সময় পররাষ্ট্রসচিবের দফতরে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবের দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও চোরাচালান, অপরাধী ও পাচারের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা ও সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এ ব্যাপারে যোগাযোগ করছে। আমরা আশা করি, আলোচনা বাস্তবায়িত হবে এবং অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদ্ধতি থাকবে।’
উল্লেখ্য, সম্প্রতি সীমান্তের পাঁচ জায়গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেড়া দিতে যায়। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
এর আগে, রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে এরই মধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।
সারাবাংলা/জিএস/পিটিএম