Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মেলনকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৬:৪২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:১৩

সংঘর্ষে নিহত রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন

কিশোরগঞ্জ: জেলার তাড়াইলে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর