একসঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:০৩
ঢাকা: জাতীয় সংসদের সঙ্গে আর কোনো স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভার শেষে এ কথা জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একই সঙ্গে সব নির্বাচন দেওয়ার কথা বলছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সকল নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়, আবার স্থানীয় সরকার নির্বাচনও একসঙ্গে করা সম্ভব নয়।’
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত কি না? – গণমাধ্যমের এ প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচন নিয়ে এগোচ্ছি, জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে সকল নির্বাচন প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। বর্তমানে পরিবর্তন পরিস্থিতিতে একটা সংস্কার কমিশন কাজ করছে এটা ধারণ করে যদি কোন আইন ও বিধিমালা সংশোধন করতে হয় তার একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় ওয়েদার একটা ফ্যাক্টর।’
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্কার কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই আলোকে কাজ করবো। তবে সরকার যদি চায় আমাদের দিয়ে সব নির্বাচন একসঙ্গে করাবে সেই ক্ষেত্রে আমাদের অবস্থান হলো সব নির্বাচন একসঙ্গে করা ঠিক হবে না। সকল স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভবও নয়। এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে চিঠিও দেওয়া হয়নি। আলোচনার আলোকে স্বপ্রণোদিতভাবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি।’
উল্লেখ্য, আজ দ্বিতীয় কমিশন সভা ছিল। এতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ও বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের জন্য ফরম-২ এর ব্যবহার এবং জনবল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ