মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইকেল মিলার
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ নীতিগত দিক থেকে একমত পোষণ করে।
সারাবাংলা/এজেড/এসআর