Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৩:৫৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এখনো ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

রোববার (১২ জানুয়ারি) সকালে নগরীর খুলশী থানার রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত তার পরিচয় আমরা নিশ্চিত করতে পারিনি। পরিচয় শনাক্তের কাজ চলছে। তার মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।’

রফিক বলেন, ‘তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন আমরা দেখতে পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর