আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হলো নদভীকে
১২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৭
চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন।
এদিন সকালে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান সারাবাংলাকে জানান, লোহাগাড়া থানার তিন মামলায় এবং সাতকানিয়া থানার দুই মামলায় পুলিশ সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
কোর্ট পরিদর্শক হাবিবুর বলেন, ‘লোহাগাড়ার দুইটি মামলায় পুলিশ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেটা নামঞ্জুর করেন। নদভীর আইনজীবী তাকে কারাগারে ডিভিশন ও তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন।’
গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। ১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
সাবেক সংসদ সদস্য নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন।
তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন তিনি।
সারাবাংলা/আইসি/ইআ