চ্যাম্পিয়নস ট্রফি
স্যান্টনারকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের দল ঘোষণা
১২ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৯:৪৭
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। আজ দ্বিতীয় দল হিসাবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্যান্টনার।
গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কিউইদের নেতৃত্ব দিচ্ছেন স্যান্টনার। ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে বেশ কয়েকটি সিরিজে দলের অধিনায়কত্ব করেছেন তিনি। সবশেষ শ্রীলংকার বিপক্ষে তার অধীনে সিরিজও জিতেছে দল। তবে এবারই প্রথম আইসিসির বড় টুর্নামেন্টে নেতৃত্ব দিতে দেখা যাবে স্যান্টনারকে।
নিউজিল্যান্ড স্কোয়াডে আছে নিয়মিত মুখদের সবাই। নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন পেসার বেন সেয়ার্স, উইল ওরুকি, ও অলরাউন্ডার নাথান স্মিথ। স্কোয়াডে আছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসনও। আছেন গ্লেন ফিলিপস, টম লাথাম, ম্যাট হেনরিরাও।
দল ঘোষণার সময় কিউই কোচ গ্যারি স্টেড বলছেন, সাম্প্রতিক সময়ে ভালো খেলা ক্রিকেটারদের নিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন তারা, ‘এই মুহূর্তে আমাদের হাতে অনেক ভালো ক্রিকেটার আছে। ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা তাই একটু কঠিন ব্যাপারই ছিল। আমরা শেষ পর্যন্ত এমন স্কোয়াড নির্বাচন করেছি যারা পাকিস্তান ও আরব আমিরাতের কন্ডিশনে ভালো খেলবে। এরকম দুর্দান্ত একটা গ্রুপ পেয়ে আমরা গর্বিত। টুর্নামেন্ট শুরুর আগে ত্রিদেশীয় সিরিজটা গুরুত্বপূর্ণ। এই সিরিজেই আমরা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিটা সেরে ফেলব।’
সারাবাংলা/এফএম