Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. প্যাট্রিকের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার, সোমবার আরও কিছু পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ২৩:০৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: লন্ডন ক্লিনিকে জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। আগামী সোমবার তার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা হতে পারে।

শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে ম্যাডামের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে।’

জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি। লন্ডনে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন।

উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান খালেদা জিয়া। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।

সারাবাংলা/এজেড/এসআর

খালেদা জিয়া বিএনপি বিএনপির চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর