১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:০২
ঢাকা: ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। শনিবার (১১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সন্ধ্যা সোয়া ৬টায় টায় এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
১২ জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোটের ১০ সদস্যের একটা প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত আছেন।
দ্রুত নির্বাচনের দাবিতে মাঠের কর্মসূচি নির্ধারণ এবং যুগপৎ আন্দোনের থাকা শরিক দল ও জোটগুলোর সঙ্গে ঐক্য অটুট রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় এলডিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে এবং শুক্রবার সকালে জাতীয়তাবাদী সমমনা দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটি।
সারাবাংলা/এজেড/এসআর