Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমানত শাহ’র বংশধর সৈয়দ বেলায়েত আর নেই

সারাবাংলা ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১৭:২৩

শাহসুফি আমানত খান।

চট্টগ্রাম ব্যুরো: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম ধর্মীয় সাধক শাহসুফি আমানত খানের বংশধর সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান আর নেই। সাজ্জাদানশীন মোতোয়াল্লী হিসেবে তিনি শাহ আমানত ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের বয়স হয়েছিল ৭৭ বছর। গত অক্টোবরে মেয়েকে দেখতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের বড় সন্তান হাবিবুল্লাহ খান মারুফ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সোমবার তাঁর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে আনা হবে। এরপর নামাজে জানাজার সময়সূচি নির্ধারণ করা হবে।

সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক প্রধান জাহিদুল করিম কচি গভীর শোক জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম শাহসুফি আমানত খান