Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের ‘উঁচু মানে’ উচ্ছ্বসিত আর্থার

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১৫:৩২

মিকি আর্থার

বিপিএল শুরুর আগে অনেকেই বলেছিলেন, গুণে-মানে এবার আগের আসরগুলোকে ছাড়িয়ে যাবে এই টুর্নামেন্ট। ঢাকার প্রথম পর্ব শেষ করে চলছে সিলেট পর্ব। এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকয়টিতেই জয় পাওয়া রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার বলছেন, এবারের বিপিএলের মান অনেক উঁচু।

বিপিএলের শুরুটা হয়েছিল মিরপুরে। সেখানে রানবন্যা দেখেছে এই টুর্নামেন্ট। দেখেছে রোমাঞ্চকর কিছু লড়াইও। মিরপুরের প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। সেখানেও প্রায় প্রতি ম্যাচেই বড় স্কোরের দেখা মিলছে। এছাড়াও জমজমাট লড়াইয়ে দর্শককেও বিনোদন দিচ্ছে প্রতিটি ম্যাচ। এই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে রংপুরই। প্রথম ৬ ম্যাচের একটিতেও হারেনি তারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে তারাই আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

বিজ্ঞাপন

বিদেশি ক্রিকেটারদের জন্য বাংলাদেশের এমন কন্ডিশনে খেলা দারুণ কার্যকরী অভিজ্ঞতা, মানছেন আর্থার, ‘এবারের বিপিএলের মান খুবই ভালো। এখানকার ভিন্ন ভিন্ন কন্ডিশন টুর্নামেন্টকে আরও ভালো করে তুলেছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের জন্য। এই কন্ডিশনে এসে খেলা বিদেশিদের জন্য অনেক বড় অভিজ্ঞতা। এই কন্ডিশনে বাংলাদেশিরা অনেক ভালো খেলে। বিপিএলের মান অনেক উঁচু। দারুণ একটা টুর্নামেন্ট হচ্ছে। প্রত্যেক দলেই ম্যাচ উইনার আছে যারা প্রতিটি ম্যাচকে গুরুত্বপূর্ণ করে তোলে।’

রংপুরের দায়িত্ব নিয়ে আর্থার বলেছিলেন, সব কন্ডিশনেই মানিয়ে নিতে প্রস্তুত তার দলের ক্রিকেটাররা। সিলেটে এরই মাঝে রাতে দেখা গেছে শিশির। রংপুরের পরের দুই ম্যাচই হবে রাতে। আর্থারের বিশ্বাস, দলের সবাই শিশিরের সাথে মানিয়ে নেবে, ‘ছেলেরা ভালো করে জানে কার কী দায়িত্ব, কাকে কী করতে হবে। তারা দারুণ খেলছে। তাদের নিজেকে প্রকাশ করার স্বাধীনতা দিয়ে রেখেছি। তাদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। গ্রুপটা অনেক বেশি ট্যালেন্টেড। আমাদের কন্ডিশনের সাথে মানিয়ে যাওয়ার মতো দল আছে। ছেলেরা শিশির বা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য রাখে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিপিএল ২০২৫ মিকি আর্থার রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর