থানা থেকে আসামি ছিনতাই
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্লকেড
১১ জানুয়ারি ২০২৫ ১৫:১০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১৭
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোড ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে প্রায় ঘণ্টাব্যাপি ধলেশ্বরী টোল প্লাজায় এ ব্লকেড করে শিক্ষার্থীরা। এতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রায় সোয়া ১ ঘণ্টা ধরে চলা সড়ক ব্লকের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
পরে প্রশাসনের আশ্বাসে রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। এ খবরে রাত ১০টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা রোড ব্লকেড করে।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ‘শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অল্প কিছু সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্র-নেতা বলেন, ‘আমরা এসেছি এখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য। কিছু মানুষ এখানে আমাদের হামলার চেষ্টা করেছে। এখনো ফেসিস্টরা আছে। প্রশাসনকে বলছি, ফেসিস্টদের আইনের আওতায় আনেন। তাদের বিচার যদি না করতে পারেন, তা হলে আগামি বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হবে না। বাংলাদেশের জনগণ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না । এ দেশের জনগণ নিরাপদ বাংলাদেশ দেখতে চায়।‘
সারাবাংলা/এমপি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয় বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ