সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ
১১ জানুয়ারি ২০২৫ ১৫:২২
সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ হাজার ১০০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া ফুসকার আনুমানিক মূল্য ১৭ লাখ ৯৩ হাজার টাকা।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে অভিযানে লাউড়েরগড় সীমান্তের মোকশেদপুর এলাকা থেকে এসব ফুচকা জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ফুচকর চালান জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসআর
ফুচকা ফুচকা জব্দ বিজিবি ভারতীয় ভারতীয় ফুচকা সীমান্তে অভিযান সুনামগঞ্জ