Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে লেগুনায় বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৩:২৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৩২

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ: হবিগঞ্জে লেগুনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে এ ঘটনা ঘটে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং চার জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে বলে জানান পুলিশ।

সারাবাংলা/ইআ

বাস-লেগুনা সংঘর্ষ হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর