Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে উত্ত্যক্তের শিকার মায়োর্কা ফুটবলারদের স্ত্রী-সন্তানরা

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১১:৩২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১১:৪০

ম্যাচ শেষে হয়রানির শিকার মায়োর্কা ফুটবলারদের পরিবার

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল খেলতে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিল মায়োর্কা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিতে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচ হারের পর অবশ্য ঘটেছে আরও বাজে ঘটনা। স্টেডিয়ামের বাইরে হয়রানির শিকার হয়েছেন মায়োর্কা ফুটবলারদের স্ত্রী ও সন্তানরা।

মায়োর্কা মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা স্প্যানিশ টিভি চ্যানেল স্পোর্টস আইবি-৩কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ম্যাচ শেষে কিং আবদুল্লাহ স্টেডিয়াম ছাড়ার পথে তিনি ও গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রী নাতালিয়া কালুজোভাকে উত্ত্যক্ত করেছেন স্থানীয় কয়েকজন পুরুষ দর্শক।

বিজ্ঞাপন

পালভারা বলছেন, স্টেডিয়ামের বাইরে হয়রানির শিকার হয়েছেন তারা, ‘স্টেডিয়াম থেকে বের হওয়াটাই জটিল ছিল। আমরা সন্তানদের নিয়ে বের হচ্ছিলাম, কোনো ধরনের নিরাপত্তা ছিল না। স্থানীয় কিছু পুরুষ এসে আমাদের ছবি তোলা শুরু করে, হয়রানিও করেছে। নাতালিয়ার সাথেও একই ঘটনা ঘতেহে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। খুবই অস্বস্তি লেগেছে সবার। আমাদের রক্ষা করার কেউ ছিল না।’

নাতালিয়া স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন, তাদের সাথে খুবই বাজে আচরণ করেছেন স্থানীয়রা, ‘আমাদের ধাক্কা দিয়ে ভিডিও করা হয়েছে, অযাচিতভাবে ছুঁয়েছে, আমাদের মুখে উপরে ফোন ধরেছে তারা।’

মায়োর্কার পক্ষে থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে। ক্লাবটি আরও জানিয়েছে, শুধু মায়োর্কা ফুটবলারের স্ত্রী নয়, ম্যাচ শেষে মাঠের বাইরে হয়রানির শিকার হয়েছে আরও অনেক সমর্থকই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

উত্যক্ত মায়োর্কা রিয়াল মাদ্রিদ সৌদি আরব স্প্যানিশ সুপার কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর