‘অখণ্ড ভারত’ সেমিনারে নিমন্ত্রণ বাংলাদেশ-পাকিস্তানকে
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৬
ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ‘অখণ্ড ভারত’ সেমিনারে অংশ নিতে পাকিস্তান, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রথমবারের মতো দেশগুলোর মতপার্থক্য দূরে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী ইতিহাসকে একসঙ্গে উদযাপন করা হবে।
পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ও নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। যদি অনুষ্ঠানে ঢাকা তাদের অংশগ্রহণ নিশ্চিত করে, তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।
আবহাওয়া দফতরের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আইএমডি প্রতিষ্ঠার সময় অখণ্ড ভারতের অংশ ছিল এমন সব দেশের কর্মকর্তাদের আমরা এই উদযাপনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’
ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে কাজ করছে। এই সেমিনার উপলক্ষে অর্থ মন্ত্রণালয় বিশেষ ও সীমিত সংস্করণের ১৫০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজাতন্ত্র দিবসে আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ট্যাবলো প্রদর্শনের অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর আগেই আবহাওয়া পর্যবেক্ষণের উদ্যোগ হিসেবে কলকাতা (১৭৮৫), মাদ্রাজ (১৭৯৬), এবং বোম্বে (১৮২৬) এই শহরগুলোতে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল।
১৮৬৪ সালের এক ঘূর্ণিঝড় এবং ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি ভয়াবহ খরার পর আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এর পরই ১৮৭৫ সালে একক সংস্থা হিসেবে আইএমডি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ সালে স্বাধীনতার পর আইএমডি বিপুল উন্নতি করে। টেলিগ্রাম যুগে তারা আবহাওয়া সংক্রান্ত তথ্য ও সতর্কতা প্রেরণের জন্য টেলিগ্রাম ব্যবহার করত। পরবর্তীতে তারা বিশ্বের প্রথম মেসেজ-সুইচিং কম্পিউটারগুলোর একটি ব্যবহার শুরু করে এবং জলবায়ু গবেষণার জন্য একটি ইলেকট্রনিক কম্পিউটার অধিগ্রহণ করে।
ভারতের মহাকাশ সংস্থার (আইএসআরও) সঙ্গে যৌথ উদ্যোগে আইএমডি উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে দিনরাত আবহাওয়া পর্যবেক্ষণ শুরু করে, যা ভারতকে ঘূর্ণিঝড়ের সতর্কতা প্রদান ও নজরদারিতে সক্ষম করে।
সারাবাংলা/এনজে