Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’বই পরিমার্জন সারাদেশে শতভাগ বই বিতরণে ব্যাঘাত ঘটিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৬:১৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৬:৫১

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে’র শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান

সুনামগঞ্জ: বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারা দেশে এখনও শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে নতুন করে কি ভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে’র শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার একথা বলেছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণীর শতভাগ বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তবে ৪র্থ ও ৫ম শ্রেণীর বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।

হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে এই উপদেষ্টা বলেন, হাওরের দূর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকতে পারেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যা গুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। পাশাপাশি হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করতে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এনজে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বই বিতরণ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর