Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে ৫ লাখের বেশি মানুষ গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

জার্মানির প্রায় সর্বত্রই গৃহহীন মানুষ দেখা যায়। ছবি: সংগৃহীত

জার্মানিতে পাঁচ লাখ ৩১ হাজার ৬০০ মানুষের স্থায়ী আবাসন নেই বলে জানিয়েছে দেশটির আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়। সম্প্রতি দ্বিতীয়বারের মতো প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গৃহহীনদের মধ্যে চার লাখ ৩৯ হাজার ৫০০ জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল। আর ৬০ হাজার ৪০০ জন গৃহহীন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন। বাকি গৃহহীনেরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বাস করছেন। এই তথ্যগুলো গতবছর জানুয়ারির শেষে নেওয়া।

বিজ্ঞাপন

২০২২ সালে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সময় গৃহহীনের সংখ্যা ছিল দুই লাখ ৬৩ হাজার। অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুন হয়েছে। তবে মন্ত্রণালয় বলছে, প্রথমবার রিপোর্ট প্রকাশের সময় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা ছিল। এ ছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে এক লাখ ৩৬ হাজার ইউক্রেনীয় শরণার্থীরা অন্তর্ভুক্ত আছেন। বিকল্পের অভাবে তারা শরণার্থী আবাসনে বাস করছেন। এই ইউক্রেনীয়রা প্রথম রিপোর্ট প্রকাশের পর জার্মানিতে এসেছেন।

আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রী ক্লারা গেভিৎস জানান, গৃহহীন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে। ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যের আরও আবাসন তৈরি করতে এবং গৃহহীনদের জন্য নিজস্ব বাসস্থান খুঁজে পাওয়া সম্ভব করতে জার্মানি ২০২৮ সালের মধ্যে সামাজিক আবাসনে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে।

গত বছর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে প্রতি রাতে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে ‘ইউরোপিয়ান ফেডারেশন অফ ন্যাশনাল অর্গ্যানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য হোমলেস’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গৃহহীন জার্মানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর