মৃদু শৈত্য প্রবাহের কবলে গোটা চুয়াডাঙ্গা
১০ জানুয়ারি ২০২৫ ১৫:১৮
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় গত রাত থেকেই কন কনে শীতে কাঁপছে গোটা জেলা। তবে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও দেখা যাচ্ছে। শীতের এই হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মজীবনও।
গত ২০২৪ সালের ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। ৫৩ দিন এ জেলায় তাপমাত্রার পারদ নিম্ন পর্যায়ে রয়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এ দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা শহরের নতুন বাজারের নৈশ প্রহরী ৭১ বছর বয়সী রেজাউল বলেন, ‘প্রচন্ড শীতে রাতে পাহারা দেওয়াই মুশকিল হয়ে গেছে। এ বাজারে প্রত্যেকটি দোকানের দিকে সারারাত নজর রাখতে হয়। শীতের কারণে বাজারে ঘোরাঘুরি করতে খুবই কষ্ট হচ্ছে। শীতে খুব খারাপ দিন যাচ্ছে।’
চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রবিউল ইসলাম বলেন, ‘এবার প্রথম থেকে শীত পড়েনি। বর্তমানে যে শীত পড়ছে তাতে প্রচন্ড ঠান্ডা। যা কাপড়চোপড় আছে তা সব বের করে গায়ে দিছি তাতেও শীত ভাঙছেনা। আগুন ধরিয়ে তার পাশে বসে থাকলে ভালো হতো। কিন্তু আগুন ধরানোর জন্য আগের মতো খড়কাঠিও পাওয়া যাচ্ছে না। দারুণ কষ্টে দিন কাটাচ্ছি আমরা।’
সারাবাংলা/এসডব্লিউ