যশোরের প্রকট শীতে দেখা মিলল রোদের
১০ জানুয়ারি ২০২৫ ১০:১৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮
যশোর: যশোরে শীত বাড়লেও সকাল থেকে রোদ ওঠায় এবং কুয়াশা না থাকায় জনসাধারণসহ বেশিরভাগ শ্রমজীবী মানুষদের কাজকর্ম স্বাভাবিক রয়েছে। তবে বিকেল থেকে বেড়ে যাচ্ছে শীতের মাত্রা। বিশেষ করে রোদের তাপ কমে গেলে শীতে কাবু হতে থাকে সাধারণ মানুষ।
শুক্রবার (১০ জানুয়ারি) আগের দিনের চেয়ে তাপমাত্রা ১.২ ডিগ্রি কমেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাপমাত্রার পারদ ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছে।
সকাল থেকে কুয়াশায় প্রভাব তেমন না থাকায় দিনটি অপেক্ষাকৃত পরিষ্কারই রয়েছে। তবে রাতের তাপমাত্রা কম থাকায় কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। রাতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রবাহিত বাতাস যেন শীতের শঙ্কট আরও বাড়িয়ে তুলে। ফলে কিছুটা স্বস্তি পেতে অনেকেই আগুন পোহাচ্ছেন।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
গত ৩-৪ দিন যশোরে তাপমাত্রা কমতে থাকলেও কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীত বা কুয়াশা যাই থাকুক না কেন, থেমে থাকছে না জনজীবন। শীত নিবারণে ভারী পোশাক পরে কর্মজীবী মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে। শিশুদেরকে যেতে হচ্ছে স্কুলে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সবারই। শীতজনিত রোগ বাড়ছে কোনো কোনো পরিবারে। বৃদ্ধদের কষ্ট আরও বেশি। যারা ভোরে উঠে নামাজ আদায় করেন তীব্র শীতে তাদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি কর্মজীবী-শ্রমজীবীরাও শীতে কষ্ট পাচ্ছেন।
সারাবাংলা/এসডব্লিউ