ঘুষের মামলায় ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ
১০ জানুয়ারি ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:১৫
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলায় সাজা স্থগিত করার আবেদন খারিজ করেছেন আদালত।
শুক্রবার (১০ জানুয়ারি) ওই মামলার বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।
ট্রাম্প নিজেকে এ মামলায় নির্দোষ দাবি করেছেন। তার দাবি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ক্ষতি করার জন্য এই মামলা করা হয়েছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই রায়ের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি অপমানজনক, তবে আসলে একটি ন্যায্য সিদ্ধান্তও।’
বিবিসি এক প্রতিবেদেন জানিয়েছে, সাজা স্থগিতের বিষয়টি বিবেচনা করার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন ট্রাম্প। বিচারকরা ৫-৪ ভোটে আবেদনটি খারিজ করেন।
এর আগেই অবশ্য নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে তার আদেশ মোতাবেক, ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন।
২০২৪ সালের মে মাসে দোষী সাব্যস্ত ঘোষণার পর ট্রাম্পকে প্রথমে জুলাই মাসে সাজা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আইনজীবীদের আবেদনে এ রায় পিছিয়ে যায়। গত সপ্তাহে বিচারপতি মার্চান ঘোষণা করেন, সাজা ১০ জানুয়ারি।
এ মামলার বিরুদ্ধে তার শেষ আবেদনে ট্রাম্প বলেছিলেন, এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালনে প্রভাব ফেলবে এবং দায়িত্ব পালনে তার সক্ষমতাকে বাধা দিবে।
প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জয়কে তার বিরুদ্ধে থাকা মামলা বাতিলের জন্য ব্যবহার করতে উদ্যোগী হয়েছিলেন বলে।
এদিকে, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দেন। এমন অভিযোগ আসে।
ট্রাম্পের বিরুদ্ধে আরও তিনটি রাজ্যে অভিযোগ ও ফেডারেল ক্রিমিনাল মামলা আছে। এর একটি গোপনীয় নথি বিষয় আর দুটি হলো ২০২০ সালের নির্বাচনি ফল সংক্রান্ত।
সারাবাংলা/এসডব্লিউ