Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ০৯:০৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১২:৩৮

সেনাপ্রধান জোসেফ আউন। ছবি: সংগৃহীত

পার্লামেন্টে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপ্রধান জোসেফ আউন। এর মধ্য দিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্টবিহীন দেশ পরিচালনার ইতি ঘটল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলের মধ্যেই বিপুল ভোটে জয় লাভ করেন এই নেতা। লেবাননের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৫টি ভোটের প্রয়োজন ছিল তার।

এর আগে গতকাল বুধবার (৮ জানুয়ারি) নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে প্রথম দফার ভোটে প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ।

প্রথম দফা ভোটে ৭১ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পান জোসেফ কিন্তু প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে ১৫ ভোট কম পান তিনি। এরপর দ্বিতীয় দফায় গড়ায় ভোট।

ভূমধ্যসাগর উপকূলীয় দেশটিতে প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হয়। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।

সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের। নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে।

লেবাননের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট একজন ম্যারোনাইট খ্রিস্টান। প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষিত হওয়ার পর আউন কার্যকরভাবে তার সামরিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সারাবাংলা/এসডব্লিউ

জোসেফ আউন লেবানন লেবানন প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর