Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতাধিক পণ্যে শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ০২:০১

জাতীয় রাজস্ব বোর্ড

ঢাকা: মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁর খাবার, সিগারেট, পোশাক, এলপি গ্যাস, কোমল পানীয়সহ শতাধিক পণ্যে শুল্ক বেড়েছে। ফলে এসব পণ্যের দামও বাড়বে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার।

গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট, সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাস করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বৃহস্পতিবার অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশের মাধ্যমে শুল্ক-কর বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন অধ্যাদেশের ফলে মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধিতে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে। বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচ। এ ছাড়া, মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, কোমল পানীয়, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেটসহ নানা পণ্য।

এর আগে, মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। এটি বাড়িয়ে এখন ২৩ শতাংশ করা হয়েছে। ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। ব্র্যান্ডের দোকান ও বিপণিবিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া, সবধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

শুল্ক-কর বাড়ানোর তালিকায় আরও আছে টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যেকোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, রং, মদের বিল, পটেটো ফ্ল্যাকস, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এ ছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, নতুন করে কর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। রেস্তোরাঁর মালিকরা দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। আইসিটি খাতের ব্যবসায়ী মাঠে নামার ঘোষণা দিয়েছেন। পোশাক খাতের ব্যবসায়ীরাও প্রতিবাদে সরব হয়েছে। সেইসঙ্গে গ্যাসের মূল্য ও শুল্ক না বাড়ানোর আহ্বান জানিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

অধ্যাদেশ জারি জাতীয় রাজস্ব বোর্ড শতাধিক পণ্য শুল্ক

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর