Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে ২ বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৪

বেরোবি করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫৬

প্রধান গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন

বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) হলের সিট বণ্টনকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষে চার জন আহত হয়েছেন। এর মধ্যে সাকিব নামে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা-ধাওয়া চলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর ও পুলিশ সূত্রে জানা গেছে, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর মাঝে সিট পুনর্বণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন।

পরে তাকে সহপাঠীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল একে অপরের বিরুদ্ধে নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে সংঘর্ষ চালিয়ে যান। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেছেন, তাদের বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। পালটা অভিযোগ করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এইসব ঘটনা আসলে পরিকল্পিতভাবে ঘটাচ্ছেন স্বৈরাচারীর দোসরা। স্বৈরাচার তো পালিয়ে গেছে কিন্তু তার দেসরা এখনো রয়েএ গেছে। তারা পরিকল্পিতভাবে বিশেষ করে বন্ধের দিন শুক্রবার এবং শনিবারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। নয়তো হলের সিট বিনিময়কে কেন্দ্র করে ঘটনাটা এতদূর যেত না। আজ আমাদের প্রক্টোরিয়াল বডির ওপরও দু’বার হামলা করা হয়েছে। শুরুর দিকে প্রধান ফটকের সামনে এবং দ্বিতীয়বার যখন আমরা শিক্ষার্থীদের বের করে দেই প্রথম গেট দিয়ে তখন আমাদের ওপর হামলা করা হয়।

সারাবাংলা/এইচআই

বেরোবি রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর