Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণের দায়ে ২০৬ মামলা, সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

স্পেশাল করেসপডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২২:২৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২২:৩১

ঢাকা: গত এক সপ্তাহে পরিবেশ দূষণ বন্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ২০৬টি মামলা দায়ের করেছে। একইসঙ্গে চার কোটি ৫৩ লাখ টাকা জরিমানা করেছে আদালত। বন্ধ করে দেওয়া হয়েছে ৬৫টি ইটভাটা। আর ২৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদফতর সারা দেশে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

সাত দিনে মোট ৭৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এরমধ্যে শুধু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুড়া, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহণের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১ দশমিক ৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। এ ছাড়া একটি কারখানা সিলগালা করা হয়।

বিজ্ঞাপন

ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। পরিবেশ অধিদফতরের দূষণবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এইচআই

পরিবেশ পরিবেশ অধিদফতর পরিবেশ দূষণ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর