Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন ভুঁইয়া‌‌র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৭

এসএম গোলাম মহিউদ্দিন ভুঁইয়া। ছবি: সারাবাংলা

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক চেয়ারম্যান এসএম গোলাম মহিউদ্দিন ভুঁইয়া‌‌র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (৯ জানুয়ারি)। ২০১৭ সালের এই দিনে ভোর আনুমানিক সাড়ে ৫ টায় তিনি ইন্তেকাল করেন।

এলাকায় পেয়ারা চেয়ারম্যান নামে সর্বাধিক পরিচিত এসএম গোলাম মহিউদ্দিন ভুঁইয়া‌‌ স্বাধীনতা পর ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলা কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরেও তিনি একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৪ সালে বন্যা ও দুর্ভিক্ষের সময় এলাকার মানুষদের নানাভাবে সহায়তা করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ এলাকার শত শত তরুণ-যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আগরতলা বর্ডার দিয়ে ভারতে পাঠিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধের নয় মাস মুক্তিযোদ্ধাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।

গোলাম মহিউদ্দিন ভুঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী শনিবার (১১ জানুয়ারি) প্রয়াতের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর ভুঁইয়া বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্নীয় স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার অনুরোধ করছেন তার ছোট ছেলে ও সারাবাংলার হেড অব নিউজ এসএম গোলাম সামদানী ভুঁইয়া।

সারাবাংলা/জিএস/পিটিএম

অষ্টম মৃত্যুবার্ষিকী মহিউদ্দিন ভুঁইয়া‌‌ সাবেক চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর