Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার লন্ডনযাত্রা
যানজটের জন্য ফখরুলের দুঃখ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২০:১২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: খালেদা জিয়া লন্ডন যাওয়ার সময় ঢাকার রাস্তায় যানজট হওয়ায় দলের পক্ষ থেকে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশবাসী অবগত আছেন যে, শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর এটাও স্মরণ আছে যে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপস না করে, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেওয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন।’

তিনি বলেন, ‘কারাগারে থাকাকালীন উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। দেশি ও বিদেশি চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উনার পরিবার থেকে বারবার আবেদন করা স্বত্বেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী কারাগার থেকে মুক্তি পান বটে, কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয়।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে করে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। গুলশানে নিজের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পথে বিপুল সংখ্যক মানুষ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। দেশনেত্রীর প্রতি জনগণের এই ভালোবাসা প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্যে বিভিন্ন অসুবিধার কারণ হয়। বিএনপির পক্ষ থেকে এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনজে

খালেদা জিয়া মির্জা ফখরুল যানজট লন্ডন যাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর