নির্বাচন কার্যালয়ে তদবির করতে এসে ধরা রোহিঙ্গা যুবক
৯ জানুয়ারি ২০২৫ ১৯:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ্দ করেছে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ওই যুবক আরেক রোহিঙ্গার এনআইডি কার্ডের সমস্যা সমাধান করতে কার্যালয়ে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।
আটক ওই রোহিঙ্গা যুবকের নাম মো. সাবের (২০)। তিনি পটিয়ার স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে সাবের পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এরপর তিনি তার পরিচয় গোপন রেখে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের ভোটার আইডি কার্ড কেনো ব্লক সেটা জানতে চান এবং সেটা খুলে দিতে বলেন।
এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তারা তথ্য যাচাই করতে গিয়ে দেখতে পান, আনোয়ার কামাল রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ায় তার আইডি কার্ড ২০১৮ সালে ব্লক করে দেওয়া হয়েছিল। পরে সাবেরকে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন নির্বাচন অফিসের কর্মকর্তারা।
পটিয়া উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক আমাদের জানিয়েছে, সে ২০১৭ সালে বাংলাদেশে আসে। এরপর গাজীপুরের ১২ নম্বর ওয়ার্ডে তার মায়ের পূর্বপরিচিত রহিমা বেগমকে তার নকল মা ও রহিমার স্বামী মিজানুর রহমানকে বাবা পরিচয় দিয়ে বাংলাদেশের ভোটার আইডি কার্ড বানান। সে গাজীপুরের ভোটার হলেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। আমরা পুলিশের কাছে তাকে সোপর্দ্দ করেছি।’
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সারাবাংলাকে জানান, সাবেরের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/আইসি/এইচআই