Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিক্সন-তারিন ও আনোয়ারুল আশরাফ-আফরোজার বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৫

ঢাকা: ফরিদপুর-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদন এবং তার স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধে ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুদক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে মো. আক্তার হোসেন বলেন, সাবেক মন্ত্রী ও এমপিদের অস্বাভাবিক লেনদেনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, মামলায় নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিরুদ্ধে ১৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), অর্থ পাচার আইন- ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মো. আক্তার হোসেন আরও জানান, এক মামলায় মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫ ব্যাংক হিসাবে এক হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে, আরেক মামলায় নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাবে এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া নিক্সন চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজন্য মামলায় তারিন হোসেনের পাশাপাশি স্বামী নিক্সন চৌধুরীকেও আসামি করা হয়।

আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দু্ই মামলা 

নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান এবং তার স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুদক।

এর মধ্যে আনোয়ারুল আশরাফ খান এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদনের অভিযোগ আনা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় আফরোজা সুলতানার নামে ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতায় করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।

সারাবাংলা/এনএল/আরএস

আনোয়ারুল আশরাফ খান- আফরোজা সুলতানা দুদক নিক্সন চৌধুরী-তারিন হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর