Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার নয়, দ্রুত নির্বাচন চাই: মেজর হাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৪ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫০

জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচন দিতে যত দেরি হবে, শেখ হাসিনার ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক  এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মেজর হাফিজ বলেন, ‘এখন আর সংস্কারের প্রয়োজন নেই এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থা সংস্কার।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ৮০ ভাগ সংস্কার হয়েছে। আপনারা যে সংস্কার করতে চান সেই সংস্কারের অধিকার আপনাদের নেই, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে।’

দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এর মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে। এটির ভবিষ্যত ভালো হবে না।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে কিংস পার্টি গঠনের চেষ্টা করবেন না।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ও আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সারাবাংলা/এফএন/এসআর

দ্রুত নির্বাচন চাই বিএনপি মেজর হাফিজ সংস্কার সংস্কার নয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর