জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৩
শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে টানা দুই হারে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু চার ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে টানা দুই জয়ে সমতায় থেকেই সফর শেষ করলেন বাংলাদেশের তরুণীরা। আজ কলম্বোতে শেষ ম্যাচে জিতেছে ২১ রানে। এই জয়ের রেশ ধরে রেখেই আগামী ১৮ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবেন সুমাইয়া-ফাহমিদারা।
টসে হেরে ব্যাট করতে নেমে আফিয়া-জান্নাতুলদের বিশোর্ধ্ব ইনিংসে এক বল বাকি থাকতে ১২৬ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে জান্নাতুল মাওয়ার দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১০৫ রানে আটকে যায় শ্রীলংকা।
রান তাড়ায় নেমে ৫০ রানের আগেই পাঁচ উইকেট হারায় শ্রীলংকা। যদিও মানুদি নায়াংকারার ২৫ ও হিরুনি হানসিকার ২৯ বলে ৪৪ রানের ইনিংসে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। অবশ্য শেষদিকে কেউ আর বড় ইনিংস খেলতে না পারায় জয় থেকে গেছে দূরেই। তিন উইকেট নেন বাংলাদেশের জান্নাতুল মাওয়া। এর আগে ব্যাট করতে নেমে ইভার ২০, আফিয়ার ২১ ও জান্নাতুলের ২৪ রানের ভর করে ১২৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
সারাবাংলা/জেটি