Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিপ্রবির নতুন ভিসি চবির শিক্ষক আতিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. আতিয়ার রহমান

রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. আতিয়ার রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান করে ‘জোর করে’ পদত্যাগ করানোর হিড়িক দেখা যায়। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই কর্মকর্তা ভিসি ড. সেলিনা আখতার ও প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাকে পদত্যাগ করান। তৎকালীন ভিসি সেলিনা আখতারের আপত্তির মুখে ভাষাগত কারণে প্রো-ভিসি কাঞ্চন চাকমাকে দুইবার পদত্যাগ করান শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর থেকে কার্যত অভিভাবক শূন্য পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়টি। আর্থিক, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে রাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়েই চলে রাবিপ্রবি।

এর মধ্যে গত ৬ জানুয়ারি ভিসি নিয়োগের দাবিতে রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় প্রায় দুই ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ে তারা। পরদিন ৭ জানুয়ারি ভিসি নিয়োগে বিভিন্ন দাবিনামা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেন রাবিপ্রবির শিক্ষার্থীদের আরেকটি অংশ (পাহাড়ি শিক্ষার্থীরা)।

৬ জানুয়ারি দেওয়া আলটিমেটামের ৭২ ঘণ্টা বুধবারের মধ্যেও ভিসি নিয়োগ না হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করে ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর অবস্থান নেয় রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণে। এর মধ্যেই দুপুর প্রজ্ঞাপন দিয়ে নতুন ভিসি নিয়োগ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/এইচআই

মো. আতিয়ার রহমান রাঙ্গামাটি রাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর