Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরণখোলায় পাখি শিকার প্রতিরোধে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭

বাগেরহাটের শরণখোলায় পাখি শিকার প্রতিরোধে সভা। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় পাখি নিধন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন সোনাতলা বহুমুখী সাইক্লোন সেন্টারে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিপিজি সদস্য মো. খলিলুর জমাদ্দার। এতে বক্তব্য দেন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম ও প্রতিবেশ প্রকল্পের প্রতিনিধি মেহেদী হাসান।

বিজ্ঞাপন

বক্তারা পাখি নিধনের ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় জনগণকে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার পরামর্শ দেন।

সারাবাংলা/এসআর

পাখি শিকার বাগেরহাট শরণখোলা শিকার প্রতিরোধে সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর