Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্তের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩২

ঢাকা: ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্র সংস্কারের জন্য চলমান প্রক্রিয়া যথেষ্ট নয় বলে মনে করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করবে বলে আমরা প্রত্যাশা করি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে জানানো হয়, গতকাল (বুধবার, ৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার লক্ষ্যে গঠিত কমিটি বরাবর সংগঠনের পক্ষ থেকে বেশকিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবের বিষয়ে শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ বিবৃতিতে বলেন,গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে ২০১৯ সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের ভোটার, প্রার্থী ও সদস্যত্ব বিষয়ক ধারায় অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ও বয়সের মতো অযৌক্তিক শর্ত বাতিল করা এবং বিভিন্ন ধারায় সংসদের সভাপতির একচ্ছত্র হস্তক্ষেপের অগণতান্ত্রিক উপাদানসমূহ বাতিলের সুপারিশ করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ঐতিহ্যিক চরিত্র সমুন্নত ও একই সাথে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় অন্যান্য সংস্কার প্রস্তাব পেশ করা হয়েছে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক পরিবেশের বিশাল ঘাটতি রয়েছে’- এমন মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, হলগুলোতে রাজনৈতিক ও আদর্শিক বক্তব্য প্রচার-প্রচারণার উপর নিষেধাজ্ঞা, ক্যাম্পাসে সভা-সমাবেশ আয়োজনের ক্ষেত্রে ছাত্র সংগঠনসমূহের সেলফ-সেন্সরশিপ আরোপ স্বাধীনভাবে মত প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে বাধা তৈরি করেছে। কার্যকর ছাত্র সংসদ প্রাপ্তির পূর্বশর্ত হচ্ছে, এ ধরনের অগণতান্ত্রিক পরিবেশ দূরীকরণ। ফলে তড়িঘড়ি নয়, বরং প্রয়োজনীয় সংস্কার ও হল-ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করেই নির্বাচনের আয়োজন করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএইচএইচ/আরএস

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর